রাজ্য বিভাগে ফিরে যান

Unlock 2.0, প্রাতঃভ্রমণকারীদের জন্য পার্ক খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

July 1, 2020 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দীর্ঘ তিন মাস পর খুলল কলকাতার পার্কগুলি৷ সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে পার্ক৷ খুলল রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর৷

আজ অর্থাত্‍ বুধবার থেকে দেশজুড়ে শুরু হল আনলক ২৷ এই পর্যায়ে প্রাতঃভ্রমণকারীদের জন্য পার্ক খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার তিনি বলেন, ‘লকডাউন মানা হচ্ছে কি না দেখতে হবে৷ পুলিশকে নজরদারি বাড়াতে হবে৷ সামাজিক দূরত্ব মেনে প্রাতঃভ্রমণ করা যাবে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত৷ বিয়ে বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে পারে৷ সবাইকে মাস্ক ও গ্লভস পরতে হবে৷’

খিদের জ্বালা বড় জ্বালা, খাবারের জন্য ছাগলের কীর্তির ভিডিও ভাইরাল
মর্নিংওয়াকের সময় সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা

একই সঙ্গে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাটি হল, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্‍ আরও একবছর রাজ্যে ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷ মমতার কথায়, ‘কেন্দ্র নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে৷ আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ ওরা অর্ধেককে রেশন দেয়, অর্ধেককে দেয় না৷ আমি চাই দেশের সবাইকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#Unlock 2.0, #Morning Walk, #Mamata Banerjee

আরো দেখুন