চাইছে না অধিকাংশ রাজ্য, শ্রম কোড চালু নিয়ে পিছু হঠবে মোদী সরকার?

তবে কি রাজ্যগুলোর সঙ্গে মতের মিল হচ্ছে না বলেই, শ্ৰম কোড প্রচলন করতে বিলম্ব করছে মোদী সরকার? জোরালো হচ্ছে সে প্রশ্ন।

July 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যগুলির সঙ্গে মোদী সরকারের সংঘাত অব্যাহত! শ্রম কোড ইস্যুতেও একই ছবি। চার শ্রম কোড চালুর বিষয়ে কী ভাবছে বিজেপি সরকার? ১লা জুলাই থেকেই কী কার্যকর হবে শ্রম কোড? কোন পথে চার শ্রম কোড আইন প্রণয়নের গতিপ্রকৃতি? বৃহস্পতিবার ৩০ জুন রাত পর্যন্ত নতুন চার শ্ৰম কোড নিয়ে, শ্রমমন্ত্রকের তরফেও নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি। ফলে ক্রমশই ঘনাচ্ছে অনিশ্চিয়তার মেঘ। তবে কি রাজ্যগুলোর সঙ্গে মতের মিল হচ্ছে না বলেই, শ্ৰম কোড প্রচলন করতে বিলম্ব করছে মোদী সরকার? জোরালো হচ্ছে সে প্রশ্ন।

মোদী সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে গোটা দেশে আইন কার্যকর করতে পারে না, রাজ্য সরকারগুলিরও সহমত অবস্থানে আসার প্রয়োজন হয়। রাজ্য সরকারগুলিও পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করে। চার শ্রম কোডের বিষয়ে মোদী সরকারের সঙ্গে এখনও মোটের মিল হয়নি রাজ্য সরকারগুলো।

প্রসঙ্গত, ৪৪টি শ্রম কোডকে একত্র করে মাত্র চারটি শ্রম কোড তৈরি করেছে মোদী সরকার। ইতিমধ্যেই তা সংসদে পাস হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির সবুজ সংকেত মিলেছে। কিন্তু রাজ্যগুলির অমত থাকায়, শ্রম কোডকে আজও আইন হিসেবে আনতে পারেনি মোদী সরকার। ক্রমশই পিছিয়ে যাচ্ছে আইন প্রণয়নের নির্ঘন্ট।

চার শ্রম কোড আইন রূপে কার্যকরী হলে, টেক-হোম স্যালারির পরিমাণে কোপ পড়বে। অন্যদিকে কর্মীসংখ্যা ৩০০ জনের মধ্যে থাকলে, কর্মী ছাঁটাই বা লকআউটের জন্য কর্তৃপক্ষকে কোন অনুমোদন নিতে হবে না। দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। মহিলা কর্মীদের বিনা অনুমতিতে, কোন সংস্থা তার মহিলাকর্মীদের দিয়ে রাতের শিফটে কাজ করাতে পারবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen