মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী
অধিবেশনের প্রথম দিন, আজ নির্বাচন হল নতুন অধ্যক্ষের
July 3, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘ রাজনৈতিক টানাপড়েনের শেষে গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্দে। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।
নতুন সরকারকে বিধানসভায় আস্থাভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য সময় দেওয়া হয়েছে সোমবার ৪ জুলাই পর্যন্ত। সেই উদ্দেশ্য রবি ও সোমবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু হয়েছে।
অধিবেশনের প্রথম দিন, আজ নির্বাচন হল নতুন অধ্যক্ষের। মহারাষ্ট্রের নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নরবেকর। পেয়েছেন ১৬৪টি ভোট। বিজেপির প্রার্থী রাহুল নরবেকরের বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল সমাজবাদী পার্টি। মহাবিকাশ আঘাডীর প্রার্থী রঞ্জন সালভি ১০৭ ভোটে পরাজিত হয়েছেন।