রাজ্য বিভাগে ফিরে যান

আদালতের আদেশ অমান্য করে তদন্ত এড়িয়ে চলছেন শুভেন্দু? শুরু জল্পনা

July 12, 2022 | < 1 min read

আদালতের আদেশ অমান্য করে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর ও কলকাতা পুলিশকে কোনও সহযোগিতাই করছেন না? এড়িয়ে চলছেন তদন্ত? এরকমই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে।

শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চলছে একাধিক অভিযোগে। শুভেন্দুর গ্রেপ্তারির ক্ষেত্রে হাই কোর্ট তাঁকে আপাতত রক্ষাকবচ দিলেও তদন্তে সহযোগিতা করতে বলেছিল। অথচ পরের পর মামলায় শুভেন্দুকে জেরার নোটিস দিলেও কোনও সময় দিচ্ছেন না তিনি।

জানা যাচ্ছে, গত ২৯ জুন থেকে ১১ জুলাই পূর্ব মেদিনীপুর বা কলকাতায় বিভিন্ন সময় থাকলেও পরিকল্পিতভাবেই পূর্ব মেদিনীপুর ও কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্ত এড়িয়ে যাচ্ছেন শুভেন্দু। এর পর কী শুভেন্দুর বিরুদ্ধে আদালত কোনও ব্যবস্থা নেবে? এই নিয়েই চলছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #suvendu adhikari, #calcutta high court, #politics, #investigation

আরো দেখুন