দেশ বিভাগে ফিরে যান

হু হু করে বাড়ছে করোনা, টানা ৪ দিন দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

July 17, 2022 | < 1 min read

টানা চারদিন দেশের করোনা সংক্রমণের ছাড়াল ২০ হাজারের গণ্ডি। সেই সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসের সংখ্যাও। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর করোনা পরিস্থিতি উদ্বেগজনক। চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দেশবাসী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.২৩ শতাংশ।

দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.৩৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। একদিনে করোনায় মৃত ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Update, #Covid updates, #Coronavirus, #covid19, #India Fight with Corona

আরো দেখুন