স্থগিত অনাস্থা, স্বস্তিতে নেপালের প্রধানমন্ত্রী

যদিও, দলীয় সাংসদদের তিনি আদৌ নিজের দিকে আনতে পারবেন কি না, তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে।

July 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংসদের বাজেট অধিবেশন মাঝপথে থামিয়ে দেওয়ার আর্জিতে সিলমোহর দিয়ে দিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। ফলে, আপাতত সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হচ্ছে না প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। কুর্সি বাঁচানোর জন্য আরও কিছুটা সময় পেয়ে গেলেন তিনি। যদিও, দলীয় সাংসদদের তিনি আদৌ নিজের দিকে আনতে পারবেন কি না, তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে।

স্থগিদ অনাস্থা, স্বত্বিতে নেপালের প্রধানমন্ত্রী চিত্র সৌজন্যেঃ- thequint

নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরে বহুদিন ধরেই ওলির বিরুদ্ধে অসন্তোষ দেখা দিচ্ছে। বেহাল অর্থনীতি থেকে করোনা মোকাবিলায় ব্যর্থতা — নানা কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে ওলির অপসারণ চেয়ে সরব হয়েছেন কমিউনিস্ট নেতারা। ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ করেন ওলি। লিপুলেখ ঘিরে ভারতের সঙ্গে তৈরি হওয়া সংঘাতের আবহে কিছুদিন এই বিদ্রোহ চাপা পড়লেও, পরিস্থিতি ঠান্ডা হতেই ফের তা মাথা চাড়া দিতে শুরু করেছে। দলের স্ট্যান্ডিং কমিটির ৪৪ জন সদস্যের মধ্যে ৩১ জন বুধবার জানিয়ে দেন, তাঁরা ওলির পাশে নেই। এক্ষেত্রে ওলির সংঘাত সরাসরি প্রচণ্ড দাহালের সঙ্গে। এই ঘোষণার পরই জল্পনা শুরু হয়, তবে কি অনাস্থা প্রস্তাব আসছে ওলির সরকারের বিরুদ্ধে? বৃহস্পতিবার তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকেন ওলি। সিদ্ধান্ত হয়, বাজেট অধিবেশন মাঝপথেই বন্ধ করে দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen