প্রয়াত বীরভূমের এক টাকার ডাক্তার পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ ৫৭ বছর রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন তিনি। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।

July 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত বীরভূমের এক টাকার ডাক্তার পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে কয়েকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার বিকেলে। মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।

গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। বোলপুরে ‘এক টাকার ডাক্তার’ নামেই খ্যাত ছিলেন তিনি। দীর্ঘ ৫৭ বছর রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন তিনি। তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন