রাজ্য বিভাগে ফিরে যান

মমতার মন্ত্রিসভায় রদবদল আজকে, নতুন মুখ কারা, বাদ কে কে? জল্পনা তুঙ্গে

August 3, 2022 | 2 min read

মন্ত্রিসভার রদবদল হতে চলেছে আজ ৩ আগস্ট বুধবার। বিগত সোমবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন কয়েকটি নতুন মুখ আসতে চলছে রাজ্যের মন্ত্রিসভায়। সূত্রের খবর, আজই রাজ্যের দুই প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হতে পারেন, যার মধ্যে ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদার নাম শোনা যাচ্ছে। সূত্রের খবর, বাড়তি দায়িত্ব আসতে চলেছে কয়েকজনের কাঁধে, এক্ষেত্রে পুলক রায়ের নাম ঘোরাফেরা করছে। মন্ত্রিসভার রদবদল ঘিরে চূড়ান্ত উত্তেজনা রাজ্য রাজনীতিতে।

মন্ত্রিসভার নতুন মুখ কারা? এই প্রশ্নেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। শোনা যাচ্ছে, দলের সাংগঠনিক দায়িত্ব দিয়ে হুমায়ুন কবির, পরেশ অধিকারী, রত্না দে নাগ এবং সৌমেন মহাপাত্রকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। গোলাম রব্বানির মন্ত্রিসভায় থেকে যাওয়া নিয়েও সংশয় চলছে। জানা যাচ্ছে, উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে ভারসাম্য বজায় থাকছে মন্ত্রিসভার রদবদলে। মালদহ ও উত্তর দিনাজপুর, এই দুই জেলাই মন্ত্রী পেতে চলেছে বলে জল্পনা। পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলাও নতুন মন্ত্রি পেতে পারে। আজ, বিকেলেই রাজভবনে নতুন সাত মন্ত্রীর শপথ গ্রহণ হওয়ার কথা।

একটি নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে, মমতার মন্ত্রিসভার নতুন সংযোজন হিসেবে প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, বিপ্লব রায়চৌধুরী, বাবুল সুপ্রিয়, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মনের নাম ইতিমধ্যেই রাজভবনে এসে পৌঁছেছে। প্রদীপ মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন দীর্ঘদিন। পঞ্চায়েতের তার অভিজ্ঞতাই তাকে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে এগিয়ে রাখছে। নৈহাটির পার্থ ভৌমিক বয়সে প্রবীণ হলেও পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞ। একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের অভূতপূর্ব সাফল্যের অন্যতম নায়ক তিনি, তাই তার মন্ত্রিসভায় স্থান পাওয়া সময়ের অপেক্ষা। সূত্রের খবর, সেচ মন্ত্রক পেতে পারেন পার্থবাবু। জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকেও সাংগঠনিক দায়িত্ব থেকে মুক্তি দিয়ে হয়ত পরিবহণ দপ্তর নিয়ে আসা হতে পারে। জল্পনা এমনটাই। বর্তমান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। তবে কি এক ব্যক্তি এক পদ নীতি চালুই হয়ে গেল তৃণমূলের অন্দরে? প্রশ্নে ক্রমেই জোরালো হচ্ছে।

শোনা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর থেকে পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিপ্লব রায়চৌধুরীও মমতার নতুন সহকর্মী হচ্ছেন। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পরে বালিগঞ্জ কেন্দ্রের নতুন বিধায়ক হয়েছেন বাবুল সুপ্রিয়, তিনিও মন্ত্রিত্বে আসছেন। বাবুল সম্ভবত তথ্য-প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের দায়িত্ব পেতে পারেন, এরকমই চলছে জল্পনা। তবে এই সব জল্পনার অবসান হতে চলেছে কয়েক ঘন্টা পরেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Nabanna, #cabinet ministry

আরো দেখুন