রাজ্য বিভাগে ফিরে যান

অভিষেকের নদীয়া জেলার বৈঠকে নেই দুর্নীতিতে নাম জড়ানো দুই বিধায়ক, জল্পনা

August 9, 2022 | < 1 min read

সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের কোচবিহার ও নদীয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জেলা সভাপতি, চেয়ারম্যান, শাখা সংগঠনের প্রধান ও বিধায়কদের ডাকা হয়েছিল। নদীয়া জেলার বৈঠকে ডাক পাননি পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য ও তেহট্টের বিধায়ক তাপস সাহা।

অভিষেকের এই বৈঠক থেকে এই বিধায়কদের বাদ যাওয়া ঘটনা বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগ উঠেছে এই দুই বিধায়কের বিরুদ্ধে। এসএসসি দুর্নীতি-কাণ্ডে পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে বেশ কয়েকবার সিবিআই জেরার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও আদালতকে জানাতে হয়েছে তাঁর নিজের ও পরিবারের অন্যদের সম্পত্তির পরিমাণ। অন্যদিকে অভিযোগ উঠেছে তেহট্টের বিধায়ক তাপস সাহা টাকা নিয়ে চাকরি দিয়েছেন। রাজ্য পুলিশ সেই অভিযোগের তদন্ত করছে। অভিষেককে সরাসরি চিঠি লিখে তাপসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

জল্পনা শুরু হয়েছে, তাহলে কী দুর্নীতিতে নাম জড়ানো নেতাদের বাদ দিয়েই ঘুটি সাজাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক?

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #abhishek banerjee, #tmc, #Nadia, #politics, #Trinamool Congress

আরো দেখুন