রাজ্য বিভাগে ফিরে যান

মেয়ে রোডে সমাবেশ, আজ পড়ুয়াদের বার্তা দেবেন মমতা, অভিষেক

August 29, 2022 | < 1 min read

প্রতিবছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ আগস্ট ধর্মতলার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমাবেশ হয়। এবার ২৮ আগস্ট রবিবার পড়েছিল, তাই ছাত্রছাত্রীদের স্বার্থে সমাবেশ হবে আজ, সোমবার ২৯ আগস্ট। সেখান থেকে ছাত্রসমাজকে বার্তা দেবেন তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমাবেশে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আজ ছাত্রসমাজকে কী বার্তা দেবেন মমতা, সেই নিয়ে কৌতূহল থাকলেও তার একটা ইঙ্গিত মিলেছে রবিবার। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অভিনন্দন জানিয়ে তৃণমূল নেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তৃণমূল পরিবারে ছাত্রসমাজের অবদান অমূল্য। ছাত্রসম্প্রদায় আমাদের গর্ব। মানুষ ও জাতির জন্য লড়াই কেউ ছাড়বেন না।”

এদিন অভিষেকও সামাজিক মাধ্যমে বলেছেন, “গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে ছাত্রসমাজের লড়াই সর্বদা প্রশংসিত। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সমৃদ্ধ থাকুন।”

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় আজকের সভার প্রস্তুতি দেখতে মেয়ো রোডে গিয়েছিলেন অভিষেক।

সভাস্থল পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়- ট্যুইটার থেকে প্রাপ্ত চিত্র।
সভাস্থল পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়- ট্যুইটার থেকে প্রাপ্ত চিত্র
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #abhishek banerjee, #tmc, #TMCP, #TMCP Foundation Day

আরো দেখুন