অনুষ্ঠিত হতে চলেছে জাপানি চলচ্চিত্র উৎসব

January 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ- kpophighindia.com

আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাপানি চলচ্চিত্র উৎসব। এটি এই উৎসবের তৃতীয় বছর। ইতিমধ্যেই ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ভারতের সাত শহরে চলছে এই চলচ্চিত্র উৎসব। দিল্লী, গুরুগ্রাম, চেন্নাই, গৌহাটি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের পর এবার কলকাতায় হবে এই উৎসব।

জাপানি চলচ্চিত্র উৎসবে থাকছে ২৫টি বাছাই করা সিনেমা। ফিচার, পুরষ্কার জয়ী, থ্রিলিং অ্যাডাপ্টেশন, ড্রামা, রোমান্স এবং অ্যানিমেশন বিভাগে দেখানো হবে ছবি। সিনেমার মাধ্যমে জাপানের সংস্কৃতি সম্বন্ধে ভারতীয়দের অবগত করতেই এই উৎসব। এই চলচ্চিত্র উৎসবের আয়োজক জাপান ফাউন্ডেশন। সারা বিশ্বে জাপানি সংস্কৃতির আদান প্রদানের কাজ করে থাকে এই সংগঠন।

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি কলকাতার মণি স্কোয়ার মলের পিভিআর সিনেমা হলে দেখানো হবে জাপানি চলচ্চিত্র উৎসবের বাছাই করা সিনেমা। বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে প্রতি শোয়ের এক ঘন্টা আগে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে।
সিনেমা প্রেমীরা কেউ এই চলচ্চিত্র উৎসব মিস করবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন