রুদ্ধশ্বাস! টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে এক রানে হারল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের পরাজয় পাকিস্তানের। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবোয়ের কাছে এক রানে পরাজিত হল পাকিস্তান। শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য তিন রানের প্রয়োজন ছিল। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা কেবল এক রান নিতেই সক্ষম হন। ফলে পাকিস্তানকে আট উইকেট হারিয়ে ১২৯ রানেই থামতে হল।
এদিন পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের এসসি উইলিয়ামস দলের হয়ে সবচেয়ে বেশি করেন। ২৮ বলে ৩১ রান করে শাহদাব খানের বলে আউট হন তিনি।
পাকিস্তানের মহম্মদ ওয়াসিম চার ওভার বল করে ২৪ রানের বিনিময়ে চারটি উইকেট পান এবং শাহদাব খান চার ওভার বল করে ২৩ রানের বিনিময়ে তিনটি উইকেট পান।
পাকিস্তান শুরুতেই অধিনায়ক বাবর আজমের গুরুত্বপূর্ণ উকেটি হারায়। বাবর নয় বলে চার রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এর পর দলের হাল ধরেন শান মাসুদ। ৩৮ বলে ৪৪ রান করে আউট হন মাসুদ। জিম্বাবোয়ের ব্র্যাড ইভান চার ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট পান।