টেটের ঘোষণা হতেই দেদার বিকোচ্ছে বই, কোচিং সেন্টারগুলিতেও উপচে পড়া ভিড়
সদ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। একই সঙ্গে কলরব মুখরিত হয়েছে বইপাড়া, প্রাথমিক টেটের প্রস্তুতির বই দেদার বিকোচ্ছে। চাহিদা এতটাই বেশি যে, টেট প্রস্তুতির বই ছাপাতে হচ্ছে জোর কদমে। বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে কলেজ স্ট্রিটের প্রায় ৩০ শতাংশ দোকান খোলা ছিল, বই বিক্রেতাদের বক্তব্য, এদিনও মূলত টেট প্রস্তুতির বইপত্র নিয়েই খোঁজখবর করছেন ক্রেতারা।
শিশুবিকাশ থেকে পরিবেশবিদ্যা; সব বিষয়ের বইই বিকোচ্ছে দেদার। বিক্রেতারা বলছেন, টেট প্রস্তুতির বইয়ের স্টক যে যা তুলেছিলেন, সবই প্রায় বিক্রি হয়ে গিয়েছে। সোমবার থেকে ফের চাঙ্গা হবে বাজার। বইপাড়ার পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারেও, টেট পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়ছে। অন্যান্য পরীক্ষা প্রস্তুতির সময় কমিয়ে বা আপাতত স্থগিত রেখে টেটে মনোনিবেশ করেছেন অনেকেই। নামী সেন্টারগুলির পাশাপাশি ছোট ছোট কোচিং সেন্টারগুলিতেও ভিড়। আগামী সপ্তাহ থেকে কোচিং সেন্টারগুলি মকটেস্ট চালু করবে বলেও জানা যাচ্ছে।