ভোটের গুজরাতেই গো-মাতাকে ধাক্কা মোদীর স্বপ্নের ‘বন্দে ভারত’-এর
ফের দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বৃহস্পতিবার মুম্বই থেকে গান্ধীনগরগামী এক্সপ্রেস ট্রেনটি উদভাদা ও ভাপি স্টেশনের মধ্যে ধাক্কা মারল ‘একটি গরুকে।
রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার ফলে ট্রেনের সামনের প্যানেলে ছোট ফাটল ধরেছে।
এই নিয়ে চার বার দুর্ঘটনার শিকার হল মোদীর স্বপ্নের ‘বন্দে ভারত’। এর আগে দ্বিতীয়বার গুজরাতে (Gujarat) দুর্ঘটনার কবলে পড়েছিল হাই স্পিড এক্সপ্রেস ট্রেন। এবারেও দুর্ঘটনা স্থল সেই মোদীর রাজ্য।
গুজরাতে বিধানসভা নির্বাচন চলাকালীন এই ঘটনায় প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। গো-মাতাকে ধাক্কা দেওয়ায় ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া জন্মাতে পারে, এই নিয়েই চিন্তিত শাসক শিবির?
পরপর একই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। বসতিপূর্ণ এলাকায় ১৬০ কিলোমিটার গতির ট্রেন চালানো কী ঠিক? বিভিন্ন মহলে এই প্রশ্নও ঘোরাফেরা করছে।