আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

করোনা সংক্রমণে হতে পারে ফুসফুসের মারাত্মক ক্ষতি, বলছে উহানের গবেষণা

July 13, 2020 | < 1 min read

দেশ ও সারা বিশ্বে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। এর শেষ কোথায় কারও জানা নেই। সংক্রামিতদের ওপর হাইড্রক্সিক্লোরোকুইন, ডেক্সামেথাসন, রেমডেসিভিরের মতো ওষুধ প্রয়োগ করা হলেও এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কবে তা আবিষ্কার হবে, সেই উত্তরও অজানা।

বাতাসের মাধ্যমেও যে করোনা সংক্রমণ ছড়াতে পারে, তা সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেনে নিয়েছে। ফলে চিন্তা আরও বেড়েছে। এরই মধ্যে চিনের উহানে একটি গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণা রিপোর্টে বলা হয়েছে, উপসর্গহীন করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট থাকছে না ঠিকই। তবে তাঁদের ফুসফুস নিঃশব্দেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

করোনা সংক্রমণে হতে পারে ফুসফুসের মারাত্মক ক্ষতি , চিত্র সৌজন্যেঃ- cgtn

এতদিন মনে করা হচ্ছিল, শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বলে উপসর্গহীন করোনা আক্রান্তদের মধ্যে কোভিডের কোনও উপসর্গ দেখা যায় না। যদিও উপসর্গহীনদের থেকে মারাত্মকভাবে করোনা ছড়াতে পারে বলে অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা। এবার উহানের গবেষণা রিপোর্ট উপসর্গহীনদের নিয়ে চিন্তা ফের বাড়িয়ে দিল।

উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে ২২ হাজারেরও বেশি মানুষের। সারা বিশ্বে এখনও পর্যন্ত ১ কোটি ২৭ লক্ষের বেশি মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৫ লক্ষের বেশি মানুষের।

TwitterFacebookWhatsAppEmailShare

#lung damage, #covid19, #asymptomatic

আরো দেখুন