রাজ্য বিভাগে ফিরে যান

অশোকনগরের পর পূর্ব মেদিনীপুর, মাটির নিচে খোঁজ মিলল ‘কালো সোনা’র

December 5, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ বিজনেস ইন্ডিয়া

বেশ কিছু দিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় খনিজ তেলের খোঁজ চালাচ্ছে ONGC। ইতিমধ্যে খনিজ তেল উত্তোলনের কাজ শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এবার সাফল্য মিলল তাতেই। জানা যাচ্ছে, বিজ্ঞানীরা নিশ্চিত যে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে খনিজ তেলের ভাণ্ডার সম্পর্কে । সেখানে এবার ‘ড্রিল সাইট’ খনন করা হবে তেল ও গ্যাস কতটা রয়েছে, তা জানতে। চলতি সপ্তাহেই ONGC এই কাজের জন্য পর্যাপ্ত জমির ব্যবস্থা করতে জেলা, ব্লক প্রশাসন ও পঞ্চায়েত স্তরে আলোচনা শুরু করবে।

জানা যাচ্ছে, নতুন করে খননের সিদ্ধান্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়েও পুরনো ‘ড্রিল সাইট’-এ। প্রসঙ্গত, কয়েক দশক আগে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মালপাড় এলাকায় ওএনজিসি ‘ড্রিল সাইট’ তৈরি করেছিল। কিন্তু ওই সাইট বন্ধ রাখা হয় কারণ সেখান থেকে তেল ও গ্যাস উত্তোলন লাভজনক নয় বলে। বর্তমানে আবার তেলের অনুসন্ধান চালানো হচ্ছে সবং, নারায়ণগড়, পিংলা সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#North 24 Parganas, #Ashoknagar, #ONGC, #Gas, #drill site, #Oil, #purba medinipur

আরো দেখুন