কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স

একদিকে ছিল হ্যারি কেন অপর দিকে ছিল এমবাপে, জিরুডের মত খেলোয়াড়রা।

December 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ আলবাইত স্টেডিয়ামে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্স। একদিকে ছিল হ্যারি কেন অপর দিকে ছিল এমবাপে, জিরুডের মত খেলোয়াড়রা।

হাড্ডাহাড্ডি লড়াই প্রথম থেকেই ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করে ফ্রান্স কে এগিয়ে দেন চৌমেনি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ৭৮ মিনিটে ফের এগিয়ে যায় ফ্রান্স। দারুণ গোল করেন অলিভিয়ের জিরুড । ৮৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। এই পেনাল্টি মিস করেন স্বয়ং অধিনায়ক হ্যারি কেন। অবশেষে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি মরক্কো।

বল পজেশন ইংল্যান্ডের কাছে ছিল ৫৮ শতাংশ ও ফ্রান্সের কাছে ছিল ৪২ শতাংশ। ইংল্যান্ডের ফাউলের সংখ্যা ছিল ১০ ও ফ্রান্সের ফাউলের সংখ্যা ১৪। ইংল্যান্ডের দেখে একটি হলুদ কার্ড ও ফ্রান্স দেখে দুটি হলুদ কার্ড। ম্যাচের সেরা নির্বাচিত হন জিরুড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen