ওড়িশার সঙ্গে ড্র করে তিন নম্বরে মোহনবাগান
প্রথমার্ধে বলের সিংহভাগ দখল রেখেছিল ওড়িশা। কিন্তু রক্ষণ বিভাগ ভাল খেলার কারণে প্রথমার্ধে গোলখেতে হয়নি সবুজ মেরুনকে।
December 16, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

টানা তিন ম্যাচ জেতার পর বৃহস্পতিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ০-০ ড্র করল এটিকে মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ৪-২-৩-১ খেলছিল মোহনবাগান। প্রথমার্ধে বলের সিংহভাগ দখল রেখেছিল ওড়িশা। কিন্তু রক্ষণ বিভাগ ভাল খেলার কারণে প্রথমার্ধে গোলখেতে হয়নি সবুজ মেরুনকে।
দ্বিতীয়ার্ধে সবুজ সমর্থকরা আশা জাগিয়ে একবার দিমিত্রি গোলের দিকেশট নিলেও তা বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক। বাঁচিয়ে দেন লিষ্টনের শটও। অন্যদিকে ওড়িশার ওসামা মালিকের হেড পোস্টে লেগে ফিরে আসে।
গোলশূন্য অবস্থায় শেষ হয় এই খেলা। আজকের পর ১০ ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে মোহনবাগান আইএসএলের তিন নম্বরে। চারে ওড়িশা।