মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন বিশিষ্ট চিকিৎসক তথা ORS-এর স্রষ্টা দিলীপ মহালানবীশ
ওরাল রিড্রাইডেশন সলিউশন অর্থাৎ ওআরএস তৈরি করে দিলীপবাবু রুখে দিয়েছিল কলেরা, ডায়রিয়ার মতো মহামারী। তাঁর তৈরি ওআরএস বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষের জীবন রক্ষা করেছিল।

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট চিকিৎসক তথা ওআরএসের স্রষ্টা দিলীপ মহালানবীশ। গতকাল রাতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার মেডিসিন অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে দিলীপ মহালানবীশকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা থেকে ফিরে বনগাঁর সীমান্ত এলাকায় কলেরা আক্রান্ত মানুষের চিকিৎসা করেছিলেন তিনি। ওরাল রিড্রাইডেশন সলিউশন অর্থাৎ ওআরএস তৈরি করে দিলীপবাবু রুখে দিয়েছিল কলেরা, ডায়রিয়ার মতো মহামারী। তাঁর তৈরি ওআরএস বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষের জীবন রক্ষা করেছিল। বিপুল সংখ্যক মানুষ কলেরা, ডায়রিয়ার মতো রোগ থেকে বেঁচে উঠেছিলেন।
১৯৩৪ সালে ওপার বাংলার কিশোরগঞ্জে জন্ম হয়েছিল দিলীপ মহালানবীশের। ১৯৫৮ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ হন। এরপর লন্ডন এবং এডিনবরা থেকে ডিগ্রি অর্জনের পর, কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেনের প্রথম ভারতীয় রেজিস্ট্রার হয়েছিলেন দিলীপবাবু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছিলেন। বনগাঁর মতো প্রান্তিক এলাকার হাসপাতালে বসে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দিয়ে বাঁচিয়েছিলেন অগুনীত মানুষের প্রাণ। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আফগানিস্তান, মিশল ও ইয়েমেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা নিয়ন্ত্রণ বিভাগে কাজ করেছিলেন। আটের দশকে ব্যাকটেরিয়া সংক্রমণঘটিত অসুস্থতা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি। গত বছর প্রয়াত হন এই বিশিষ্ট চিকিৎসক।