বাংলার মনীষীদের ঠাঁই হল দিলীপ-শুভেন্দু-সুকান্তদের পায়ের তলায়, নিন্দা সমাজ মাধ্যমে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মেলায় মাঠেও বঙ্গ বিজেপির পিছু ছাড়ালো না বিতর্ক। মেলায় প্রায় প্রতিটি রাজনৈতিক দলই, নিজ নিজ মুখপত্র বা পত্রিকার জন্যে স্টল পায়। বিজেপিও ব্যতিক্রম নয়। কিন্তু বইমেলায় বিজেপির জনবার্তার স্টল ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম। বাংলা তথা বিশ্ব বন্দিত মনীষীদের ছবির মাধ্যমে স্টল সাজিয়েছে বাংলার গেরুয়া শিবির। কিন্তু তাঁদের ঠাঁই হয়েছে দিলীপ-শুভেন্দু-সুকান্তদের নীচে। এতে ঝড় উঠেছে নেট পাড়ায়।
রবীন্দ্রনাথ থেকে অমর্ত্য সেন, কৃতী বঙ্গ সন্তানদের খোঁচা দেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে মোদীর দলের লোকেরা। কখনও ভুল তথ্য, আবার কখনও কুৎসিত আক্রমণ, নাম পাল্টে দেওয়া বা নেতাজি সংক্রান্ত বিষয়কে জাঙ্ক বলা, হিসেবে দিয়ে শেষ করা যাবে না। সেই তালিকায় নবতম সংযোজন হল বইমেলায় বিজেপির স্টলের সজ্জারীতি। দেখা যাচ্ছে, বিজেপির স্টলে সবার উপরে রয়েছে, মোদী, অমিত শাহ, নাড্ডাদের ছবি। জায়গা পেয়েছেন শ্যামাপ্রসাদ, দীন দয়ালরাও। তারপর রয়েছে শুভেন্দু, দিলীপ, সুকান্ত, মিঠুনরা। একেবারে নীচে জায়গা পেয়েছেন, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নজরুল ইসলাম। এতেই ক্ষুব্ধ নেটিজেনরা। এই ঘটনার নিন্দায় অনেকেই ফেসবুক, টুইটার ইত্যাদি সমাজ মাধ্যমে সরব হয়েছেন। বিজেপির স্টলের ছবি পোস্ট করে কেউ কেউ লিখছেন এটা গোটা বাংলার লজ্জা এবং দেশের লজ্জা। সব মিলিয়ে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন নেট পাড়ায়।