Oscar-এর মঞ্চে ‘নাটু নাটু’ গাইবেন রাহুল সিপলিগঞ্জ-কাল ভৈরব – জানেন করা তাঁরা?

কারা এই রাহুল সিপলিগঞ্জ-কাল ভৈরব?

March 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার অ্যাওয়ার্ডস ২০২৩। এই বিশেষ অনুষ্ঠানে, রাহুল সিপলিগঞ্জ এবং কাল ভৈরব, দক্ষিণী সিনেমার ব্লকবাস্টার ছবি ‘RRR’-এর সুপার হিট গান ‘নাটু নাটু’-এর গায়ক, মঞ্চে সরাসরি পরিবেশন করবেন। এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’, গত বছর মুক্তি পেয়েছে, তার সাফল্যে সবাইকে মুগ্ধ করেছে। চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কারেও জায়গা করে নিয়েছে ‘RRR’।

কারা এই রাহুল সিপলিগঞ্জ-কাল ভৈরব?

গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কাল ভৈরব তাঁদের জাদুকরী কণ্ঠে ‘RRR’-এর ‘নাটু নাটু’ গানটি গেয়েছেন। সুরকার এবং গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী এমএম কিরাভানির ছেলে কাল ভৈরব একজন দক্ষিণ ভারতীয় গায়ক, যিনি পরিচালক এস এস রাজামৌলির ভাগ্নে।

অন্যদিকে, রাহুল সিপলিগঞ্জও একজন দুর্দান্ত গায়ক। ‘নাটু নাটু’ সুপারহিট হওয়ার এর আগে রাহুল সিপলিগঞ্জ ৫০টিরও বেশি দক্ষিণী সিনেমায় গান গেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen