প্রযুক্তি বিভাগে ফিরে যান

চীনা অ্যাপ টিকটকে ১৫ কোটি ভারতীয়র তথ্য, চাঞ্চল্যকর দাবি ফোর্বসের

March 24, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: forbes

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চীনা অ্যাপ টিকটককে তিন বছর আগে নিষিদ্ধ করেছে মোদী সরকার। কিন্তু দেখা যাচ্ছে, কোটি কোটি ভারতীয়ের তথ্য তিন বছর পরেও ওই চীনা সংস্থার কাছে থেকে গিয়েছে। এমনই বিস্ফোরক দাবি করছে ফোর্বস, যা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, টিকটকের মূল সংস্থা বাইটডান্সের যে কেউ ইচ্ছে করলেই সে’সব তথ্যে উঁকি দিতে পারবেন।

এখন ভারতে ওই অ্যাপ্লিকেশনটি নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ হওয়ার ছিল দেশে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৫ কোটিরও বেশি। বলা হচ্ছে, এত বিপুল সংখ্যক ভারতবাসীর তথ্য যে চীনের হাতে রয়েছে, সে বিষয়ে মোদী সরকারের কোনও ধারণাই নেই। ফোর্বস রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই সংস্থার কোনও ব্যক্তি চাইলেই সেই তথ্যভাণ্ডার নেড়েচেড়ে দেখতে পারেন। তারকা থেকে শুরু করে আম জনতা, সকলের অ্যাকাউন্ট দেখার সুযোগ রয়েছে তাদের হাতে। যদিও ফোর্বসের এই দাবি নসাৎ করেছে টিকটক কর্তৃপক্ষ। টিকটক কর্তৃপক্ষের দাবি, ভারতে টিকটক নিষিদ্ধ হতেই সরকারের নির্দেশমতোই পদক্ষেপ করেছে তারা। তাদের দাবি, ভারত সরকার যা যা বলেছে, তা পালন করা হয়েছে। টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও মুছে দেওয়ার জন্য তাদের নির্দিষ্ট নীতি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#forbes, #TikTok, #Indian users, #China app, #Data leak

আরো দেখুন