চারে চার! বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় লভলিনার
চারে চার! মহিলাদের বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েদের দাপট।
March 26, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারে চার! মহিলাদের বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েদের দাপট। শনিবারের পর রবিবারও জোড়া সোনা জিতল ভারত। লভলিনা বরগোহাঁই সোনার পদক ছিনিয়ে নিলেন। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জিতলেন তিনি। চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারটি বিভাগে ফাইনলে উঠেছিল ভারতের মেয়েরা। চারটিতেই সোনা জিতল দেশে মেয়েরা। আজ ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারালেন লভলিনা। প্রসঙ্গত, গত অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা।