রাজ্য বিভাগে ফিরে যান

বাসন্তী পুজোতেও জমজমাট থিমের লড়াই

March 31, 2023 | < 1 min read

বাসন্তী পুজো, ছবি সৌজন্যে-Jhim Jhimli Sen/ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দশমী। প্রথামতো আজ ফিরে যাবেন দেবী বাসন্তিকা। এটিই বাঙালির আদি দুর্গা পুজো। বিগত কয়েক দশকে পুজো মানেই থিমেই লড়াই। পিছিয়ে নেই বাসন্তী পুজোও। যদিও আজও অনেকাংশ বনেদি বাড়িতেই আটকে বাসন্তী পুজো। এখনও খুব একটা জায়গায় বারোয়ারী বাসন্তী পুজোর চল নেই। তবে দেগঙ্গা কিন্তু ব্যতিক্রম। এখানে অন্য আঙ্গিকে ধরা দেয় বাসন্তী পুজো। বাসন্তী পুজোকে কেন্দ্র করে দেগঙ্গা হয়ে ওঠে মানুষের মিলনক্ষেত্র। মেলা বসে। ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশ-প্রশাসনকে। বেড়াচাঁপা চন্দ্রকেতুগড়ে মিলন সঙ্ঘের বাসন্তী পুজো চলতি ৫৯ তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের মণ্ডপের থিম স্বপ্নের উড়ান। পরিবেশকে দূষণমুক্ত রাখার বার্তা দিতেই এমন থিম বেছেছেন আয়োজকরা। দেবালয় জাগৃতী সঙ্ঘের পুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ। তাদের এবারের থিম বন্দিজীবন। মানুষ সংসারের বাঁধনে বন্দি থাকে। মৃত্যুতেই মুক্ত হয় মানুষ, সেই বিশেষ ভাবনায় মণ্ডপ সাজিয়েছেন পুজো উদ্যোগক্তারা। দেবালয় নবপল্লি যুবশক্তির থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #basanti puja, #Basanti Puja 2023

আরো দেখুন