রাজ্য বিভাগে ফিরে যান

অগ্নিগর্ভ মণিপুরে আটকে পড়া নাগরিকদের ফেরাতে হেল্পলাইন চালু বাংলায়

May 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনজাতি-আদিবাসী সংঘাতে এখনও উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যেই হিংসায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যের বহু জায়গায় জারি হয়েছে কার্ফু, বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। আইন শৃঙ্খলার উপর থেকে কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে বিজেপি সরকার। বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন। যদিও গতকাল অর্থাৎ শনিবার রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিলেন, রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চূড়াচাঁদপুরে কার্ফু সাময়িকভাবে তোলা হয়েছে। প্রশাসনের দাবি, সেখানে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মণিপুর থেকে যাঁরা ফিরতে চাইছেন তাঁদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য।

বাংলার মুখমন্ত্রী টুইট করে নিজেই হেল্প লাইন চালুর কথা জানান। দেশের নানান প্রান্তের মানুষজন মণিপুরে আটকে রয়েছেন। বাংলার সরকার তাঁদের পাশে রয়েছে। মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে ওখান থেকে যাঁরা ফিরতে চাইছেন, তাঁদের সাহায্য করতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। হেল্পলাইন নম্বর ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩১৮৫। অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরতে চাইলে, ওই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সাহায্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur, #Help Line Number, #WestBengalGovt, #Manipur violence

আরো দেখুন