এক ক্লিকেই কলকাতা ভ্রমণের খুঁটিনাটি, আসতে চলেছে অ্যাপ

কলকাতার পর্যটনকে আরও সুন্দর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভ্রমণ প্রেমীদের যাবতীয় কৌতূহল মেটাতে আসছে নয়া অ্যাপ

May 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইকো পার্ক, আলিপুর মিউজিয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়াম এবং ঝুলন্ত রেস্তরাঁ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা, বয়সে দেশের অন্যতম প্রবীণ এই মহানগরে প্রায় রোজই কলেবরে বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। কলকাতার পর্যটনকে আরও সুন্দর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভ্রমণ প্রেমীদের যাবতীয় কৌতূহল মেটাতে আসছে নয়া অ্যাপ।

পুরনোর পাশাপাশি নতুন নতুন বেড়ানোর জায়গায় বাড়ছে দিন দিন। গত কয়েক বছরে বৃহত্তর কলকাতায় ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্তরাঁ, আলিপুর মিউজিয়ামের মতো বেশ কয়েকটি নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে, একাধিক জায়গা নতুন করে সংস্কার হয়েছে, লাইট অ্যান্ড শো-এর ব্যবস্থা হয়েছে। অনেক জায়গারই বিস্তারিত বিবরণ এখন ভ্রমণ পিপাসুদের কাছে নেই। সপ্তাহের কোন দিন বন্ধ থাকে সেগুলো, দৈনিক কতক্ষণ খোলা থাকে, আদৌ প্রবেশের জন্যে টিকিটের প্রয়োজন কিনা, প্রয়োজন হলে টিকিটের মূল্য কত; এ’সব তথ্য অনেকেরই অজানা। ফলে অনেকেই সঠিক দিন ও সঠিক সময়ে ঘুরে দেখতে পারেন না। তাই সমস্যা সমাধানে এবার মাই কলকাতা নামে নতুন একটি অ্যাপ্লিকেশন আনতে চলেছে কলকাতা পুরসভা। চলতি বছর দুর্গা পুজোর আগেই তা চালু করা হবে।

জানা গিয়েছে, ইংরেজি এবং বাংলা, দুটি ভাষাই থাকবে অ্যাপে। কলকাতা সহ, বৃহত্তর কলকাতা অর্থাৎ বিধাননগর, নিউ টাউনের দর্শনীয় স্থানগুলোর বিস্তারিত তথ্য অ্যাপে রাখা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen