দেশ বিভাগে ফিরে যান

নতুন সংসদ ভবনে জায়গা পেতে চলেছে ‘সেঙ্গোল’- জেনে নিন তার তাৎপর্য

May 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার নতুন সংসদ ভবনে জায়গা পেতে চলেছে সোনার ন্যায়দণ্ড ‘সেঙ্গোল’। কী এই ‘সেঙ্গোল’?
তামিল শব্দ থেকে আসা ‘সেঙ্গোল’-এর অর্থ ন্যায়।

ইতিহাস বলছে, তামিল রাজপরিবারের নতুন রাজার অভিষেকে তাঁর হাতে তুলে দেওয়া হতো ‘সেঙ্গোল’ বা ন্যায়দণ্ড। এই রীতি চলে আসছে চোল রাজত্বকাল থেকেই। ভারতের স্বাধীনতা ঘোষণার মুহূর্তে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন তুলে দিয়েছিলেন তেমনই এক ‘সেঙ্গোল’। নেহরু বিষয়টি নিয়ে পরামর্শ করেন চক্রবর্তী রাজা গোপালাচারীর সঙ্গে। তিনিই ‘সেঙ্গোল’-এর পরিকল্পনা করেন। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা রাজাজিই স্বাধীন ভারতে ‘সেঙ্গোল হস্তান্তর’ প্রথা ফিরিয়ে আনেন।

তামিলনাড়ুর এক মঠ মাদ্রাজের স্বর্ণশিল্পী ভুম্মিদি বঙ্গারু চেট্টার মাধ্যমে ওই ‘সেঙ্গোল’ তৈরি করে। যা ১৯৪৭ সালের ১৫ আগস্ট নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল। পাঁচ ফুট দীর্ঘ ওই ন্যায়দণ্ডে রয়েছে পৌরাণিক ষাঁড় নন্দীর মূর্তি, যা ন্যায় ও স্বচ্ছ বিচার ব্যবস্থার প্রতীক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sengol, #sceptre, #new parliament building

আরো দেখুন