রাজ্য বিভাগে ফিরে যান

নজির রাজ্যের, পিচ আর প্লাস্টিক মিশিয়ে দেশের প্রথম নীল রাস্তা গড়ল বাংলা

May 27, 2023 | < 1 min read

নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি মজবুত হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নীল রঙের পিচের রাস্তা, না বিদেশ নয় বাংলাতেই দেখা মিলবে এই রাস্তার। পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমন রাস্তা। জেলা প্রশাসনের দাবি, ভারতে প্রথমবার এমন রাস্তা তৈরি হল। একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা তৈরি হয়েছে পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে বাংলায় আগেও রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে রাস্তাটি তৈরি করা হয়েছে। রাজ্য অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে। পঞ্চায়েতের তহবিল থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে।

বলা হচ্ছে, নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি মজবুত হবে। অনেক বেশিদিন টিকবে রাস্তা। পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়, কারণ পিচ গলে যায়। এক্ষেত্রে সে সম্ভাবনা থাকছে না। জল জমার প্রবণতাও থাকবে না এই রাস্তায়। দূষণও কমবে। এই রাস্তা সফল হলে আগামীতে অন্যান্য এলাকাতেও এমন ধরণের রাস্তা তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pitch, #blue road, #West Bengal, #Plastic, #raina

আরো দেখুন