‘ব্যোমকেশ দুর্গ রহস্য’-র শ্যুটিং শেষ, সমাজ মাধ্যমে মুক্তির দিন জানালেন দেব

শ্যুটিং শেষ হতেই সমাজ মাধ্যমে শ্যুটিং পর্বের ছবি শেয়ার করে, মুক্তির দিন ঘোষণা করলেন স্বয়ং দেব। চলতি বছর ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে ব্যোমকেশ।

June 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শঙ্কর, নগেন্দ্রপ্রসাদের পর এবার ব্যোমকেশের ভূমিকায় পর্দায় আসছেন দেব। গতকাল অর্থাৎ ১০ জুন শেষ হল বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’-র শ্যুটিংপর্ব। শ্যুটিং শেষ হতেই সমাজ মাধ্যমে শ্যুটিং পর্বের ছবি শেয়ার করে, মুক্তির দিন ঘোষণা করলেন স্বয়ং দেব। চলতি বছর ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে ব্যোমকেশ।

ছবিতে ব্যোমকেশের চরিত্রে প্রথমবার দেখা যাবে দেবকে। সত্যবতীর ভূমিকায় রয়েছে রুক্মিণী মৈত্র। এদিনই দেব সমাজ মাধ্যমে প্রথমবার প্রকাশ্যে আনলেন ব্যোমকেশ বেশে তাঁর লুক। কালো সোয়েটারের উপরে একটি বাদামি রঙের কোট পরে রয়েছে দেব অর্থাৎ ছবির ব্যোমকেশ।অন্ধকারের মধ্যে টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ব্যোমকেশ দুর্গ রহস্য ছবির শ্যুটিং শেষ করে, ফটো পোস্ট করে দেব লেখেন, ‘যাই বল… দারুণ হলো। যার শেষ ভালো তার সব ভালো।ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র শ্যুটিং আজ শেষ হলো। দেখা হচ্ছে সিনেমা হলে। ১১ আগস্ট, ২০২৩।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen