পঞ্চায়েতে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের
পঞ্চায়েতে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের
June 15, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতির উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে আদালত বলেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম যে রায় পড়ে শুনিয়েছেন, সেখানে বলা হয়েছে- কমিশনের আবেদন মতো বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্য সরকার কোনও খরচ দেবে না।