খেলা বিভাগে ফিরে যান

ICC পুরুষদের ODI বিশ্বকাপ: সেমিফাইনাল মুম্বই, কলকাতায়, ফাইনাল আহমেদাবাদে

June 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে, আজ মঙ্গলবার ODI বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা হল। ODI বিশ্বকাপ ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত খেলা হবে। আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর এবং সেমিফাইনালগুলি মুম্বই (১৫ নভেম্বর) এবং কলকাতায় (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে । সবার নজর থাকবে বড় টিকিট ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের দিকে।

দেখে নিন সময়সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান: ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান: ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ: অক্টোবর ১৯, পুনে

ভারত বনাম নিউজিল্যান্ড: ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড: অক্টোবর ২৯, লখনউ

ভারত বনাম কোয়ালিফায়ার ২: নভেম্বর ২, মুম্বাই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার ১: ১১ নভেম্বর, বেঙ্গালুরু

*৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত।

*১৫ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে খেলবে।

৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হচ্ছে মোট ১২টি শহর – আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, মুম্বাই, পুনে এবং তিরুবনন্তপুরম। বিশ্বকাপে ৪৬ দিন ব্যাপী মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ ম্যাচগুলি ভারত জুড়ে ১০টি ভিন্ন শহরে খেলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#icc mens world cup, #schedule, #Cricket

আরো দেখুন