ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্দ্রোসোভা
July 15, 2023 | < 1min read
মার্কেতা ভন্দ্রোসোভা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্দ্রোসোভা।
উইম্বলডনে মহিলাদের বিভাগে ওপেন যুগে প্রথম অবাছাই হিসাবে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা। শনিবার ফাইনালে তিউনিশিয়ার ওনস জাবেরকে হারালেন তিনি। ৬-৪, ৬-৩ গেমে জিতলেন ভন্দ্রোসোভা।
তিন বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও জিততে পারলেন না ওনস জাবের। গত বছরের পর এই বছরও উইম্বলডনে রানার-আপ, এবং ইউএস ওপেনেও ফাইনালে হেরেছিলেন তিনি। সুতরাং ‘চোকার’ তকমা দেওয়া শুরু হয়েছে তাঁকে।