রামধনু গৌরব যাত্রাতেও নাগরিকত্ব প্রতিবাদের ছোঁয়া
রবিবার ২৯শে ডিসেম্বর কলকাতার রাজপথ রামধনুর রঙে রাঙা হল। শহর তিলোত্তমা সাক্ষী থাকলো অভিনব প্রতিবাদের। প্রত্যেক বছরের মত এবারেও বার্ষিক রামধনু গৌরব যাত্রা অনুষ্ঠিত হল কলকাতাতে।

রবিবার ২৯শে ডিসেম্বর কলকাতার রাজপথ রামধনুর রঙে রাঙা হল। শহর তিলোত্তমা সাক্ষী থাকলো অভিনব প্রতিবাদের। প্রত্যেক বছরের মত এবারেও বার্ষিক রামধনু গৌরব যাত্রা অনুষ্ঠিত হল কলকাতাতে। ১৯৯৯ সালে দেশের প্রথম গৌরব যাত্রা (বা প্রাইড ওয়াক) অনুষ্ঠিত হয়েছিল আমাদের শহরে। সেই ধারা এবারেও বজায় থাকলো।
মধ্য কলকাতার মহম্মদ আলি পার্ক থেকে এবারের প্রাইড ওয়াক শুরু হয়। শেষ হয় বাগবাজারে। সেখানে সারা বিকেল ও সন্ধ্যে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার হাজার সমকামী, উভকামী, রূপান্তরকামী মানুষ যোগ দেন এই পদযাত্রায়। ছিলেন বহুসংখ্যক বিষমকামী অ্যালাই বা সুহৃৎ ও।
এবারের এই প্রাইড ওয়াকে উঠে এসেছিল এনআরসি এবং সিএএ প্রসঙ্গও। এই ইস্যুতে দেখা যায় নানা পোস্টার, স্লোগানে মুখরিত হয় প্রতিবাদ।
এই পদযাত্রার মূল দাবি হল সমান অধিকার। সব রকম সামাজিক অধিকার যেন দেওয়া হয় এই প্রান্তিক লিঙ্গের মানুষদের সেই নিয়ে যখন প্রতিবাদ, সেখানে নাগরিকত্বের মত বিষয় যে উঠবেই, বলাই বাহুল্য।
এইদিন গৌরব যাত্রার অন্যতম ইস্যু ছিল রূপান্তরকামীদের উন্নয়নের জন্য সংসদে পাশ হয় আইন বাতিলের দাবি।