রাজ্য বিভাগে ফিরে যান

পিএম কিষান নাকি কৃষকবন্ধু, রাজ্যে মহিলা উপভোক্তার নিরিখে এগিয়ে কে?

August 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিএম কিষান নাকি কৃষকবন্ধু, বাংলায় এগিয়ে কোন প্রকল্প? এক পরিসংখ্যানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তথ্য বলছে, বাংলার প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এর মধ্যে পিএম কিষানের তুলনায় কৃষকবন্ধুর সুবিধা পাচ্ছেন রাজ্যের তিনগুণ বেশি মহিলা চাষি।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা’ বা পিএম কিষান প্রকল্প চালু করেছিল মোদী সরকার। কৃষক দরদি প্রমাণ করতে জোরদার পেটানো হয়েছিল প্রচারের ঢাক।

২০১৯ সালের ১ জানুয়ারি কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার । এখনও পর্যন্ত ৯৭.৮৭ লক্ষ কৃষককে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে। তাঁদের মধ্যে মহিলা উপভোক্তা ২৭.৩৫ শতাংশ। তবে বাংলায় এই কেন্দ্রীয় প্রকল্পের মোট উপভোক্তার মধ্যে মাত্র ১৭.৫২ শতাংশ মহিলা কৃষক। সেখানে কেন্দ্রের পিএম কিষানের টাকা পচ্ছেন রাজ্যের মাত্র ৮.৭৬ লক্ষ মহিলা কৃষক। অর্থাৎ কেন্দ্রর তুলনায় রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা তিনগুণ বেশি।

দু’টি প্রকল্পের ক্ষেত্রেই সুবিধা পেতে কৃষি জমির ‘রেকর্ড অব রাইট’ থাকা বাধ্যতামূলক। তবে জানা গেছে, পিএম কিষানের ক্ষেত্রে নানা বাধ্যবাধকতা রয়েছে। প্রান্তিক কৃষকদের অনেক ক্ষেত্রেই তা মেনে চলা সম্ভব হয়ে ওঠে না। অন্যদিকে, দুয়ারে সরকারের মাধ্যমে নথিগত সমস্যা কাটিয়ে বহু মহিলা কৃষককে এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করেছে।

এছাড়াও জানা গেছে, রাজ্যের থেকে কেন্দ্রের অনুমোদনের অঙ্ক অনেকটাই কম। এক একরের বেশি জমি থাকলেই রাজ্য বছরে ১০ হাজার টাকা দেয়। জমির পরিমাণ এক একরের কম হলে অঙ্কটা ৪ হাজার টাকা। সেখানে প্রত্যেক উপভোক্তাকে কেন্দ্র দেয় বছরে ৬ হাজার টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Krishak Bondhu, #Pradhan Mantri Kisan Samman Nidhi

আরো দেখুন