← দেশ বিভাগে ফিরে যান
থামছে না অশান্তি, হরিয়ানা ইন্টারনেট পরিষেবা বন্ধ আগস্ট ৫ অবধি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হরিয়ানার নুহ এবং রাজ্যের অন্যান্য কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা ৬ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে, বুধবার রাজ্য সরকার জানিয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শান্তি ও জনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য এটি করা হচ্ছে।
নুহ ছাড়া, ফরিদাবাদ, পালওয়াল এবং গুরুগ্রাম জেলার সোহনা, পতৌদি এবং মানেসার মহকুমায় পরিষেবাগুলি স্থগিত থাকবে।
বৃহস্পতিবার হিংসা-বিধ্বস্ত নূহ এলাকায় কারফিউ কয়েক ঘণ্টা শিথিল করা হয়েছিল। হরিয়ানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নুহ জেলার দুটি মসজিদে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
সোমবার (৩১ জুলাই) বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ধর্মীয় মিছিলে গন্ডগোলের পরে এবং নুহতে গাড়িতে আগুন দেওয়ার পরে বেশ কয়েকটি জায়গায় হিংসা ছড়িয়ে পড়ে।