দেশ বিভাগে ফিরে যান

৯ বছরে ১৫ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ মকুব মোদী সরকারের!

August 8, 2023 | < 1 min read

৯ বছরে ১৫ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ মকুব মোদী সরকারের!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ২০২৩ পর্যন্ত অনাদায়ী ঋণ মকুবের পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ ভারতবাসীর। প্রায় ১৫ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ মকুব হয়েছে এই ৯ বছরে। না কোনও বিরোধী এই পরিসংখ্যান দেয়নি। সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগবত করাড জানিয়েছেন, গত ন’টি অর্থবর্ষে ব্যাঙ্কগুলি ১৪ লক্ষ ৫৬ হাজার ২২৬ কোটি টাকার ঋণ মকুব করেছে।

মোদী সরকার প্রচার করে তাদের আমলে অর্থনীতির উন্নতি হয়েছে। কিন্তু খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান স্পষ্ট করে দিল মোদী সরকারের এই ৯ বছরে ব্যাপক হারে বেড়েছে ব্যাঙ্ক ঋণ প্রতারণা। এই মোদী আমলেই মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়ার অনাদায়ী ঋণ মকুব হয়েছে। অথচ সাধারণ মানুষের জন্য রয়েছে অন্য নিয়ম।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভাগবত করাড আরও বলেন, মকুব করা মোট অর্থের অর্ধেকেরও বেশি ঋণ হিসেবে নিয়েছিল বড় শিল্পপতি এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যার পরিমাণ ৭ লক্ষ ৪০ হাজার ৯৬৮ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #modi govt, #9 Years Of Modi Govt, #Loan waiver

আরো দেখুন