জেনে নিন শতাব্দী প্রাচীন সিমলাগড় কালী মন্দিরের ইতিহাস

শোনা যায় ডাকাতরা ডাকাতি করতে যাবার আগে নরবলি দিত সিমলাগড় কালি বাড়িতে।

August 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পান্ডুয়ার সিমলাগড়ের কালীমন্দিরটি প্রায় ৬০০ বছরের পুরোনো। শোনা যায় ডাকাতরা ডাকাতি করতে যাবার আগে নরবলি দিত সিমলাগড় কালি বাড়িতে।

সিমলাগড়ের নাম পূর্বে ছিল হরিহরপুর। সেই সময়ে চারিদিক জঙ্গলে ঢাকা ছিল। জনশ্রুতি, এলাকায় পুকুর পাড়ে এক কাপালিক তাল পাতার ছাউনি দেওয়া একটি মাটির ঘরে পঞ্চমুন্ডির আসনে বসে মায়ের পূজা করতেন। সেই সময় বড় বড় ডাকাতরা সেখানে পুজো দিত। যার মধ্যে আছে রঘু ডাকাতের নাম।

এই মন্দিরে মায়ের পুজোর শুরু হয় লক্ষণ ভট্টাচার্যের আদিপুরুষের সময় থেকে। ওই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলে, তারপর নরবলির বদলে ছাগ বলি শুরু হয়। দক্ষিণী কালী রূপে পূজিত মাকে ১০৮ রকমের ভোগ নিবেদন করা হয়। দেওয়া হয় মাছের নৈবেদ্য‌ও। প্রতিবছর কালীপুজোয় মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত সমাগম হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen