এদিন সোশ্যাল মিডিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও।
August 14, 2023| 3 min read
Published by: Drishti Bhongi
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৪লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়ে প্রচার অভিযান চালানোর কৌশল ঠিক করতে হাজরা মোড়ে মহানায়ক উত্তম মঞ্চে এক CONCLAVE এর আয়োজন করেছিল সোশ্যাল মিডিয়া তৃণমূলের সর্ববৃহৎ গ্রূপ FAM। উক্ত সভা থেকেই স্লোগানের সূচনা হল “বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা”
এদিন সোশ্যাল মিডিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাংসদ শুভাশীষ চক্রবর্তী, TMCP রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য,আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মনোজ তিওয়ারি প্রমুখ।
দেখে নেওয়া যাক সেই অনুষ্ঠানের কিছু ছবি-
প্রদীপ প্রজ্জ্বলন-র মুহূর্ত। রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের সঙ্গে ফ্যাম।
ফ্যাম কনক্লেভে সাংসদ শুভাশীষ চক্রবর্তী, মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষতৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি বৈশ্বানর চ্যাটার্জিপ্রাক্তন সাংসদ, NBSTC চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়উচ্ছসিত ফ্যামের এডমিনরা TMCP রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ততৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য মন দিয়ে শুনছে ফ্যাম এডমিনরাTMCP রাজ্য সহ সভাপতি কোহিনূর মজুমদারহলুদময় মহানায়ক উত্তম কুমার মঞ্চহাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমানমৃদুল গোস্বামী
INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ
রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসহলুদময় মহানায়ক উত্তম কুমার মঞ্চহলুদময় মহানায়ক উত্তম কুমার মঞ্চকনক্লেভ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন বালি বিধানসভার বিধায়ক রানা চ্যাটার্জি ও ফ্যামের আডমিনরা।