ভিজিটিং কার্ড ছাপিয়ে সুপারি কিলিংয়ের কারবারে নেমেছিল বুলেট! জেনে নিন কে সে

ভিজিটিং কার্ড ছাপিয়েই ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলার মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। সুপারি কিলিংয়ের কারবারে নেমেছিল

September 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কার্ডের উপরে নিজের ছবি। লাল হরফে বড় বড় করে লেখা ‘বুলেট’। সঙ্গে তলায় ফোন নম্বরও দেওয়া। লেখা, ‘মানুষ হাফা মাডার (হাফ মার্ডার) ও ফুল মাডার (মার্ডার) করা হয়’ এরকম ভিজিটিং কার্ড ছাপিয়েই ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলার মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। সুপারি কিলিংয়ের কারবারে নেমেছিল।

বুলেট নিজের নাম পরিচয় নিয়ে বিন্দুমাত্র রাখঢাকও করেনি। তার এমন কাণ্ডে ঘাবড়ে গিয়েছেন ক্যানিং থানার পুলিশকর্মীরাও। শুরু হয় খোঁজ। সোমবার ধর্মতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয় বুলেটকে। বুলেটের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে একটি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ আর বেশ কিছু ভিজিটিং কার্ড পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen