ভক্তিবিনোদ ঠাকুরের নামে বৃত্তি চালু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভক্তিবিনোদ ঠাকুরের নামে স্মারক ছাত্র বৃত্তি চালু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক ছিলেন তিনি। ১৮৩৮ সালে নদিয়া জেলার বীরনগরে কেদারনাথ দত্ত নামে জন্মগ্রহণ করেন তিনি। স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক লেখাপড়ার পাঠ শেষ করে তিনি ভর্তি হন কলকাতার হিন্দু কলেজে। বর্তমানে যেটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
কেদারনাথ দত্ত গৌড়ীয় বৈষ্ণবধর্মের আধ্যাত্মিক সংস্কারক হিসেবে পরিচিতি লাভ করেন। ভক্তিবিনোদ ঠাকুর নামেই তিনি বেশ জনপ্রিয় হন। ১৮৫৩ সালে তিনি ভর্তি হন হিন্দু কলেজে (এখন যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)। সম্প্রতি হিন্দু কলেজের সেই হাজিরা খাতায় কেদারনাথ দত্তের সই খুঁজে পাওয়া গিয়েছে। তা রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে।
সেই প্রেসিডেন্সিতেই এবার চালু হচ্ছে এই ছাত্রবৃত্তি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই ছাত্র বৃত্তির চেক তুলে দেওয়া হয় প্রধান অধ্যাপিকা ডক্টর সুহৃতা সাহার হাতে।