নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেটফ্লিক্স সিরিজ “দিল্লি ক্রাইম সিজন ২”-এ ডিসিপি বর্তিকা চতুর্বেদীর অভিনয়ের জন্য অভিনেত্রী বিভাগে সেরা পারফরম্যান্সে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক Emmy Awards 2023-এ মনোনয়ন পেয়েছেন অভিনেতা শেফালি শাহ৷
তনুজ চোপড়া দ্বারা পরিচালিত, এই শো-তে ডিসিপি বর্তিকা চতুর্বেদী হিসেবে শেফালি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে রাজেশ তৈলং এবং রসিকা দুগ্গালও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।