বিয়ের জেরে পিছিয়ে গেল ভোট? জানেন কোন রাজ্যে?

যদিও ভোটের ফলপ্রকাশের দিন পরিবর্তন করা হয়নি।

October 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিয়ের জেরে পিছিয়ে গেল ভোট? জানেন কোন রাজ্যে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়ে গেল ভোট কারণ বিয়ের লগ্ন। মরুরাজ্য রাজস্থানে আগামী ২৩ নভেম্বর ভোটগ্রহণের কথা ছিল। তা পিছিয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। শীঘ্রই নতুন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও জারি হবে। ২৩ নভেম্বর বিয়ের লগ্ন পড়ায়, ওই দিনে প্রচুর বিয়ে ও সমাজিক অনুষ্ঠান আগে থেকেই স্থির হয়ে রয়েছে। তাই কনেপক্ষ ও বরপক্ষের অসুবিধার কথা মাথায় রেখে ভোটের নির্ঘণ্ট বদলে ফেলা হল। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও ভোটের ফলপ্রকাশের দিন পরিবর্তন করা হয়নি। ৩ ডিসেম্বরই জানা যাবে ফল।

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ববর্তী ভোটের দিনে প্রচুর বিয়ের ও সামাজিক অনুষ্ঠান থাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে নির্ঘণ্ট বদলের আবেদন করা হয়েছিল। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের দিনে ভোট হলে বহু মানুষ সমস্যায় পড়তেন। ভোটের হারও কমতে পারত। তাই ভোট গ্রহণের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen