‘লৌহকপাট’ বিতর্কে নজরুল পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার ‘পিপ্পা’ ছবির নির্মাতারা সমাজমাধ্যমে বিবৃতি প্রকাশ করে নজরুল অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন ছবিতে ‘কারার ওই লৌহ কপাট’ গানে যা কিছু পরিবর্তন করা হয়েছে, তা চুক্তিপত্র অনুযায়ী করা হয়েছে। এ দিকে এই বিতর্কে নজরুল পরিবারের মধ্যেই বিরোধের আঁচ পাওয়া যাচ্ছে। কারণ, গানের স্বত্ব হস্তান্তর নিয়ে কবির পরিবার আপাতত দুই শিবিরে বিভক্ত।
‘পিপ্পা’ ছবিতে সম্প্রতি নজরুল সঙ্গীত ‘কারার ওই লৌহকপাট’-এর সুর বিকৃতি প্রসঙ্গে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন খিলখিল কাজি ও কাজি অরিন্দম। নজরুল পুত্র কাজি সব্যসাচীর কন্যা, বর্তমানে বাংলাদেশের নাগরিক খিলখিল পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘নজরুল ইসলামের কালজয়ী গানকে বিকৃতভাবে ব্যবহার করে সুরকার এ আর রহমান অত্যন্ত ঘৃণ্য ও গর্হিত কাজ করেছেন। তার চেয়েও দুর্ভাগ্যজনক হল, আমাদের পরিবারের একজন এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত।’
নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজি অনিরুদ্ধর ছেলে কাজি অরিন্দম সরাসরি তাঁর বড়দা কাজি অনির্বাণকে দোষারোপ করেছেন। তাঁর অভিযোগ, ‘গোটা ষড়যন্ত্রের মূলে ছিলেন আমার দাদা কাজি অনির্বাণ। তিনি এখন আমাদের মা প্রয়াত কল্যাণী কাজিকে ঢাল হিসেবে ব্যবহার করে সংবাদমাধ্যমে বলছেন, আমরা নাকি নজরুল ইসলামকে বিক্রি করে দিয়েছি।’ তাঁর আরও দাবি, ‘পিপ্পা ছবির গান শুনে আমি দাদাকে গত ৯ নভেম্বর ফোন করি। উনি পরদিন আমাকে মোবাইলে একটি চুক্তিপত্রের ছবি পাঠান।’ অরিন্দমের দাবি, এই চুক্তিপত্রটি সম্পূর্ণ ভুয়ো। যা ২০২১ সালের ৮ সেপ্টেম্বর কল্যাণী কাজির নামে তৈরি করা হয়েছে। চুক্তিপত্রে কল্যাণী কাজির স্বাক্ষর থাকলেও কোনও তারিখ উল্লেখ করা নেই। আবার সাক্ষীর জায়গায় অনির্বাণ কাজির স্বাক্ষরের নীচে ৪ সেেপ্টম্বরের উল্লেখ রয়েছে। অরিন্দম বলেন, ‘এটি কোনও চুক্তিপত্রই নয়। আমরা আইনি পরামর্শ নিচ্ছি।’ ছবির প্রযোজনা সংস্থা ও কাজি অনির্বাণের বিরুদ্ধে আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন অরিন্দম। তিনি বলেন, ‘এই গান বিকৃতির দায় পরিবারের তরফে কাজি অনির্বাণকেই নিতে হবে।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে বলিউডে তৈরি হিন্দি ছবি ‘পিপ্পা’য় ব্যবহৃত হয় কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ–কবাট’ গানটি। আর এ গানের রিমেকের সুর দিয়েছেন এ আর রাহমান। কিন্তু গানে নতুন করে এ আর রহমান সুরারোপ করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে। দুই বাংলায় দাবি ওঠে অবিলম্বে ওই চলচ্চিত্র থেকে সরিয়ে ফেলতে হবে বিকৃত করে সুর দেওয়া ‘কারার ঐ লৌহ–কবাট’ গানটিকে। ১০ নভেম্বর ‘পিপ্পা’ ছবিটি মুক্তি পায় ওটিটিতে।