কলকাতায় Dunki-র অভিনব প্রচার টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের

পাঠান ও জওয়ানের পর ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত Dunki

November 24, 2023 | 3 min read
Published by: Drishti Bhongi
কলকাতায় Dunki-র অভিনব প্রচার টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঠান ও জওয়ানের পর ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত Dunki।

সারাদেশ দেশজুড়ে Dunki এর প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় ফ্যান ক্লাব টিম শাহরুখ খান পিছিয়ে থাকে কেমন করে? কলকাতার টিমটি সোশ্যাল মিডিয়ায় তো বটেই গ্রাউন্ড প্রমোশনে অভিনবত্ব দেখাল। কলকাতার ১১টি দর্শনীয় জায়গায় ঘুরে ঘুরে প্রচার করল Dunki-র। শুধু স্লোগান দিয়ে নয়, সাধারণ মানুষ কে আমন্ত্রণ জানাল টিম শাহরুখ খান ফ্যান ক্লাব কলকাতা সিনেমাটি দেখার জন্য। এমনকি প্রচারের জন্য লিফলেট বিলিও করেছে।

জানতে চান কোন ১১টি দর্শনীয় স্থানে Dunki- এর প্রচার করেছে?


১) ভিক্টোরিয়া মেমোরিয়াল

ভিক্টোরিয়া মেমোরিয়াল


২) দা ৪২

দা ৪২


৩) ময়দান

ময়দানে এক অভিনব প্রচার


৪) বিড়লা তারামণ্ডল

বিড়লা তারামণ্ডল


৫) সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ

সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ


৬) চৌরঙ্গী

চৌরঙ্গী


৭) টিপু সুলতান মসজিদ

টিপু সুলতান মসজিদ


৮) শহীদ মিনার

শহীদ মিনার


৯) ইডেন গার্ডেনস

ইডেন গার্ডেনস


১০) বাবুঘাট বাসস্ট্যান্ড

বাবুঘাট বাসস্ট্যান্ড


১১) প্রিন্সেপ ঘাট

ফেসবুক ও X হ্যান্ডেল থেকে জানা গেছে টিম শাহরুখ খান ফ্যান ক্লাব কলকাতা এবারে দুটো জায়গায় Dunki ফার্স্ট ডে ফার্স্ট শো আয়োজন করতে চলেছে- কলকাতা ও হাওড়া।এই প্রচার ঘিরে উন্মাদনা তুঙ্গে।

Pathaan-Jawan দুটো সিনেমাই ব্লকবাসটার হয়েছে। বাদশা সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছেন। এই দুটো সিনেমা যদি অ্যাকশন হয়, Dunki-তে ইমোশন, কমেডি, রোমান্স সব থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen