বর্ষায় বন্যা রুখতে ISRO-র সঙ্গে যৌথভাবে কী পদক্ষেপ করছে রাজ্য?

আগামীতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ আরও সুপরিকল্পিতভাবে করতে ইসরোর সঙ্গে জোট বাঁধছে রাজ্য।

November 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষায় বাংলার বেশ কিছু জায়গা প্লাবিত হাওয়া কার্যত রুটিন হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতি থেকে বাংলাকে বাঁচাতে একাধিক পরিকাঠামো তৈরি করছে রাজ্য। পাশাপাশি নদী ভাঙনের সমস্যাও রয়েছে, বহু এলাকাই ভাঙনের শিকার। সে’সব এলাকায় রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। আগামীতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ আরও সুপরিকল্পিতভাবে করতে ইসরোর সঙ্গে জোট বাঁধছে রাজ্য।

জানা গিয়েছে, ইসরো ও রাজ্যের বিজ্ঞান দপ্তর যৌথভাবে বাংলার গুরুত্বপূর্ণ নদী অববাহিকাগুলিতে ভূতাত্ত্বিক নানান বিষয়ের উপর সমীক্ষা চালাবে। নদীর সম্ভাব্য গতিপথ নির্ধারণের কাজ আরও সহজ হবে। সমীক্ষার উপর ভিত্তি করেই পরিকাঠামোগত উন্নয়নের কাজ সুপরিকল্পিতভাবে করা যবে বলেই জানাছেন বিশেষজ্ঞরা। ইসরোর উপগ্রহ চিত্র ব্যবহার করে কাজ চলবে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার (ইস্ট)। আজ, মঙ্গলবার রাজ্য বিজ্ঞান দপ্তরের বিধাননগরের অফিসে প্রকল্পের কাজ শুরু করার উদ্দেশ্যে রাজ্য এবং ইসরোর মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen