পদবি বিভ্রাটের জের! প্রাক্তনের বিয়ের খবরে ‘পদ্মের অনুপম’-কে সান্ত্বনা নেটিজেনদের

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর বিয়ে ঘিরে জোর চর্চা চলছে সমাজ মাধ্যমে।

November 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রাক্তনের বিয়ের খবরে ‘পদ্মের অনুপম’-কে সান্ত্বনা নেটিজেনদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু নেটিজেনদের সান্ত্বনা জুটছে বিজেপির অনুপম হাজরার। সোশ্যাল মিডিয়ায় নাম বিভ্রাটের জেরেই এমনটা হচ্ছে। বিজেপি নেতা অনুপম হাজরার ইনবক্সে একের পর এক মেসেজ আসছে, তিনি যেন ভেঙে না পড়েন। গায়ক অনুপমের বদলে বিজেপি নেতা অনুপমকে পিয়ার প্রাক্তন ভেবেছেন নেটিজেনদের একাংশ। ইনবক্স উপচে পড়ছে ‘ভেঙে পড়ো না’-র বার্তায়। এহেন ঘটনায় অনুপম হাজরা বেশ বিব্রত। রীতিমতো ফেসবুক পোস্ট করে এ’কথা জানিয়েছেন গেরুয়া নেতা।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তীর বিয়ে ঘিরে জোর চর্চা চলছে সমাজ মাধ্যমে। পিয়া গায়ক অনুপমের প্রাক্তন স্ত্রী। সোমবার পরম ও পিয়ার বিয়ের পর থেকেই নেটদুনিয়া উত্তাল হয়। গায়ক অনুপমের প্রতি সহানুভূতি এখন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার ইনবক্সে চলে এসেছে। নাম এক হলেও তাঁদের পদবি আলাদা, একজন রায় অন্যজন হাজরা। বিরহ যাতনার শুকনো সান্ত্বনা পেয়েই দিন কাটছে বিজেপির অনুপমের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen