রাজ্য বিভাগে ফিরে যান

মতুয়া ইস্যুতে BJP সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সরব খোদ হিন্দুত্ববাদী সংগঠন?

December 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের পদত্যাগের দাবিতে সরব খোদ অখিল ভারত হিন্দু মহাসভা। অখিল ভারত হিন্দু মহাসভার বক্তব্য, মতুয়ারা যদি এদেশের নাগরিক না হন। তাহলে শান্তনু ঠাকুরের পদত্যাগ করা উচিত। কারণ, মতুয়াদের ভোটেই নির্বাচনে জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর। রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসেই, এমন দাবি করে অখিল ভারত হিন্দু মহাসভা। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার প্রতিটি কেন্দ্রে লড়াই করবে বলেও জানাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনটি। ঠাকুরবাড়িতে পুজো দিয়ে এদিন সংগঠনের আঞ্চলিক কমিটি ঘোষণা করে তাঁরা। মতুয়া-সহ সমস্ত সনাতনী মানুষের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে জন আন্দোলনের কথা ঘোষণা করে হিন্দু মহাসভা।

সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর মতে, মতুয়ারা এদেশের নাগরিক না হলে, তাঁদের ভোট নিয়ে যে’সকল সাংসদ, বিধায়ক জিতেছেন, তাঁদের জয়ও অবৈধ। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের পদত্যাগ করা উচিত। এদিন ঠাকুরবাড়ি থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করে অখিল ভারত হিন্দু মহাসভা। তাঁদের বক্তব্য, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, ক্ষমতায় এসে বিজেপি তা রাখতে পারেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Shantanu thakur, #akhil bharatiya hindu mahasabha, #Matua issue

আরো দেখুন