খেলা বিভাগে ফিরে যান

হলুদ কার্ডের বন্যা! ০-০ রইল ইস্টবেঙ্গল ও ওড়িশার খেলার ফল

December 22, 2023 | < 1 min read

হলুদ কার্ডের বন্যা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ISL-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি।

দুই দলই অনেক চেষ্টা করে কিন্তু প্রথমার্ধে কেউই গোলের মুখ খুলতে পারেনি। এদিকে হলুদ কার্ডের বন্যা বয়ে যায় গোটা ম্যাচে। ইস্টবেঙ্গলের ৫ খেলোয়াড় হলুদ কার্ড দেখেন – মাহের, হেরেরা, এস চক্রবর্তী,সিভেরিও এবং Lalchungnunga। ওড়িশার মাত্র ২ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন, তারা হলেন – Khawlhring এবং Lalrinzuala।

বল পজেশন লাল হলুদ শিবিরের কাছে ছিল ৩৩ শতাংশ ও ওড়িশার কাছে ছিল ৬৭ শতাংশ। লাল হলুদ শিবির নিজেদের মধ্যে পাস খেলেছে ২৩১টি ও ওড়িশা এফসি নিজেদের মধ্যে পাস খেলেছে ৪৭৬টি। দ্বিতীয়ার্ধেও দুই দল গোল করতে ব্যর্থ হওয়ায় খেলার ফলাফল দাড়ায় ০-০।

TwitterFacebookWhatsAppEmailShare

#Odisha FC, #East Bengal, #Football, #ISL

আরো দেখুন