কলকাতা বিভাগে ফিরে যান

ফিরে দেখা ২০২৩: বছরভর Swiggy-তে কী কী অর্ডার করল কলকাতা?

December 29, 2023 | < 1 min read

বছরভর Swiggy-তে কী কী অর্ডার করল কলকাতা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: Swiggy জানাচ্ছে, ২০২৩-এও কলকাতাবাসীর পছন্দের তালিকায় শীর্ষে বিরিয়ানি। কলকাতার অর্ডার করা সেরা পাঁচ খাবারের মধ্যে প্রথম দুটি স্থানে রয়েছে চিকেন ও মটন বিরিয়ানি।

শহরের সেরা পাঁচ খাবার কী কী?
চিকেন বিরিয়ানি
মটন বিরিয়ানি
দার্জিলিং স্টিমড মোমো (চিকেন)
নন ভেজ পিৎজা
মার্গেরিটা পিৎজা

এছাড়াও শহরের সেরা স্ন্যাক্সের মধ্যে রয়েছে চিকেন পপকর্ন, হট চিকেন উইংস, হট অ্যান্ড ক্রিসপি চিকেন, হিং কচুরি। শহরবাসীর পছন্দের ডেজার্টের মধ্যে রয়েছে, ফিরনি, শাহী ক্ষীর, গাজরের হালুয়া, শাহী টুকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#non veg pizza, #Kolkata, #swiggy, #Chicken Biriyani, #food order, #mutton biriyani

আরো দেখুন