বছরের শেষ দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল আপডেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, সেই কারণে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে নতুন বছরের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের জেলা গুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি বা তুষারপাত হতে পারে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি রয়েছে। আগামী কয়েকদিনেও এই জেলাগুলিতে ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।